ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কী বোঝাতে চাইলেন স্টেইন?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, জুলাই ৩০, ২০১৫
কী বোঝাতে চাইলেন স্টেইন? ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালেই তামিম ইকবালকে ফিরিয়ে ডেল স্টেইনের উদযাপন। দিনের প্রথম উইকেট শিকার; তাও বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিমের! এর সঙ্গে যোগ হলো টেস্টে ৪০০ উইকেট শিকারের অনবদ্য কীর্তি গড়ার আনন্দ।



এমন উপলক্ষ্যের উদযাপনটা সাদামাটা! তবে বেশ অর্থবহ। দুই হাতের চার আঙ্গুল মুঠি করে বুড়ো আঙুল বাইরে রেখে দুই হাত উচিয়ে ধরলেন ড্রেসিং রুমের দিকে। এমন অঙ্গভঙ্গি করে কী বোঝাতে চাইলেন এই গতিময় পেসার?

চার আঙ্গুল মুঠো করে রাখা যদি ৪০০ উইকেট ধরা হয়, বাকি আঙ্গুলটি নিশ্চয়ই পাঁচ বোঝাতে চেয়েছেন এই প্রোটিয়া! মানে এটিই বাকী আছে তার। টেস্টে তার পরবর্তী লক্ষ্য হয়তো পাঁচশ উইকেট শিকার!

ফিটনেস ঠিক থাকলে স্টেইনের জন্য সেটি সময়ের ব্যাপারই।
কারণ পেসারদের মধ্যে স্টেইন সবচেয়ে কম টেস্ট খেলে ছুঁয়েছেন ৪০০  উইকেট শিকারের মাইলফলক।

এমন কীর্তি গড়তে স্টেইনের লেগেছে মাত্র ৮০ টেস্ট। তবে এই রেকর্ডে একজন সঙ্গী আছেন স্টেইনের। তার মতো ৪০০ উইকেট শিকার করতে  ৮৬ টেস্ট লেগেছিল নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলির। সাদা পোশাকে এ কিউই বোলারের উইকেট সংখ্যা ৪৩১।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।