ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিরিজটা আমাদের হতেও পারে: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, জুলাই ২৯, ২০১৫
সিরিজটা আমাদের হতেও পারে: মুশফিক ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন পর্যন্ত লিড ধরে রাখার পর ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হওয়ায় ড্র হয় ম্যাচ।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের অলআউট করতে পারায় আত্মবিশ্বাসী টাইগার শিবির।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টের আত্মবিশ্বাস ঢাকায় কাজে লাগাতে পারলে আমরা সিরিজ জিতে নিতেও পারি বলে জানিয়েছেন মুশফিক, ‘প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং- ফিল্ডিং আমাদের খুব ভালো হয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা মাঠে নামব। পরিকল্পনাগুলো মাঠে প্রয়োগ করতে পারলে সিরিজটা আমাদেরও হতে পারে। ’

তিনি আরো যোগ করেন, ‘এই বছরটা আমাদের ভালো গেছে। বিশেষ করে ওয়ানডেতে। চট্টগ্রাম টেস্টে ব্যাটিং-বোলিংয়ে আমরা দক্ষিণ আফ্রিকাকে ডমিনেট করেছি। ওদের অলআউট করেছি। আমরা এখন বিশ্বাস করতে শিখেছি, বিশ্বের এক নম্বর দলেরও ২০ উইকেট তুলে নিতে পারি। আশা করি, মিরপুর টেস্টে ভালো করে ভালোভাবেই সিরিজটা শেষ করতে পারব। ’

মুশফিকের কন্ঠে ভালো করার দৃঢ় প্রত্যয় থাকলেও বিশ্বের এক নম্বর টেস্ট দলকে নিয়ে সর্তক তিনি, ‘আমাদের মনে রাখতে হবে, বিশ্বের এক নম্বর দলের সঙ্গে আমরা খেলছি। ওরা ভালো জায়গায় বল করে। এটা পাঁচদিনের খেলা। প্রতিটা সেশনেই ভালো করার তাগিদ থাকতে হবে। কোনো সেশনে ভালো করলাম, পরের সেশনে খারাপ করলাম- এমন যেন না হয়। ’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।