ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টেস্টে আগ্রহ কম দর্শকদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জুলাই ২৯, ২০১৫
টেস্টে আগ্রহ কম দর্শকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডে সিরিজগুলোতে টিকিট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকিট পার্টনার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগের চিত্র একেবারেই ভিন্ন।

ইউসিবি ব্যাংকের মিরপুর রোড শাখায় চলছে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি।

তবে নেই চিরচেনা সেই উত্তেজনা। বেলা ১২টার দিকে ব্যাংকে কিছুক্ষণ অপেক্ষা করেও দেখা মিলল না কোনো টিকিট প্রত্যাশীর। সকাল ১০টায় ব্যাংক খুললেও প্রথম আড়াই ঘন্টায় বিক্রি হয়েছে মাত্র দু’শ টিকিট। টিকিট নিয়ে দর্শকদের জন্য অপেক্ষার পাশাপাশি চলছে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম।

ব্যাংকটির সহকারী ক্যাশ অফিসার আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ‘টেস্ট সিরিজ বলেই দর্শকদের আগ্রহ কম। টেস্ট খেলা যেহুতু পাঁচ দিনের সেহুতু বাংলাদেশ দল ভালো খেললে টিকিট বিক্রি বেড়ে যাবে। টেস্টে এমনই হয়। ’

এ সময় তিনি আরো যোগ করেন, ‘আজ আগামীকালের (ম্যাচের প্রথম দিন) টিকিট বিক্রি করছি। বৃহস্পতিবার সকালেও করব। দুপুর থেকে আবার পরের দিনের টিকিট বিক্রি হবে। প্রতিদিনের জন্য আলাদা করে টিকিট নিতে হবে দর্শকদের। ’

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।