ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারতের ‘এ’ দলে কোহলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জুলাই ২৩, ২০১৫
ভারতের ‘এ’ দলে কোহলি! ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলবেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে সেদেশের গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।



সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে কোহলিসহ ভারতের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রামে ছিলেন। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন কোহলি। তিনি নিজেই বোর্ডের ‍কাছে ‘এ’ দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন।

চলমান সিরিজে ভারতের ‘এ’ দলকে নেতৃত্বে দিচ্ছেন চেতশ্বর পুজারা। তবে পরবর্তী ম্যাচে অধিনায়কত্ব করবেন কোহলি।

চেন্নাইয়ে ২৯ জুলাই  অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বুধবার (২২ জুলাই) প্রথম ম্যাচটি শুরু হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১২ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।