ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, জুলাই ২৩, ২০১৫
ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান সংগৃহীত

ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল সফরকারী পাকিস্তান। সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে আজহার বাহিনী।



এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হয় পাকিস্তানের।

দিবারাত্রির এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের সর্বোচ্চ ৯০ রান আসে লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে। এছাড়া ৫০ রান করেছেন ওপেনার তিলকরত্নে দিলশান। তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে দিনেশ চান্দিমালের ব্যাট থেকে।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইরফান তিনটি উইকেট দখল করেন। এছাড়া আনোয়ার আলী ২টি উইকেট নেন।

২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে ৫৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। ওপেনিং জুটিতে ৭৫ রান তুলে নেন আজহার আলি এবং আহমেদ শেহজাদ। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান আসে ওপেনার আহমেদ শেহজাদের ব্যাট থেকে। আজহার আলি করেন ৩৩ রান। এছাড়া ৭০ রান করেন মোহাম্মদ হাফিজ।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।