ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রান খরার জন্য উইকেটকে দুষলেন বাভুমা

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জুলাই ২১, ২০১৫
রান খরার জন্য উইকেটকে দুষলেন বাভুমা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: বাংলাদেশের বিপক্ষে ২-১ ওয়ানডে সিরিজ হারার ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আফ্রিকা দলের।   এর মধ্যে চট্টগ্রাম টেস্টের প্রথমদিন মাত্র ২৪৮ রানে গুটিয়ে গেল টেস্টে র‌্যাংকিং এর শীর্ষে থাকা দলটি।

তবে রান খরার জন্য চট্টগ্রামের উইকেটকে দুষলেন প্রোটিয়া ব্যাটসম্যান টেমবা বাভুমা।

মঙ্গলবার (২১ জুলাই) প্রথমদিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বাভুমা বলেন, ‘চট্টগ্রামের উইকেটটি খুব শ্লো ছিল। তাই আমাদের রান সংগ্রহ কম হয়েছে। এ উইকেটে ব্যাটিং করা অনেক চ্যালেঞ্জিং। আমরা দলের মধ্যে মিনিংফুল কন্ট্রিবিউশন করতে চাই। বাংলাদেশ দল অনেকগুলো ক্যাচ মিস করলেও উইকেটের কারণে আমাদের ইনিংস দীর্ঘ হয়নি।

তিনি বলেন, ‘গেম প্ল্যান, কৌশল সবদিক থেকে বাংলাদেশ এগিয়ে ছিল। এছাড়া হোম কন্ডিশনটা তাদের অনুকূলে ছিল। ফলে স্লো উইকেট ও কন্ডিশনটা কাজে লাগিয়েছে তারা। ’

উইকেট স্লো হলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার আরো কঠিন হবে উল্লেখ করে বাভুমা বলেন, ‘আগামীকাল উইকেট স্লো হলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে আমরা চ্যালেঞ্জটা নিতে চাই। বুধবার তাদের উইকেটগুলো দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করব। কারণ পেশনটা অনেক বড় বিষয়। ’

ম্যান টু ম্যান ভাল করে বুধবার ম্যাচে কামব্যাক করে বাংলাদেশকে কম রানে উড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রোটিয়া মুখপাত্র বাভুমা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ দল করেছে বিনা উইকেটে ৭ রান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২১,২০১৫
বিপি/টিসি/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।