ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টেস্টে অভিষেক মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, জুলাই ২১, ২০১৫
টেস্টে অভিষেক মুস্তাফিজের ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো টাইগার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। এর মাধ্যমে ক্রিকেটের তিন (টেস্ট, ওডিআই, টি২০) ফরম্যাটেই নাম লেখালেন তিনি।



মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় ‘স্লো কিলার’ খ্যাত মুস্তাফিজের।

গত এপ্রিলে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি২০-এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান মুস্তাফিজ। প্রথম ম্যাচেই ‘বুম বুম’ খ্যাত আফ্রিদিকে ফিরিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন সাতক্ষীরার এ পেসার।

এরপর জুনে সফরে আসা ভারতীয়দের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে ‘বিধ্বংসী’ মূর্তির ইঙ্গিত দেন এ পেসার। তিনি ম্যাচ সিরিজে একাই ১৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামান মুস্তাফিজ।

তবে সফরকালে পাকিস্তান দু’টি টেস্ট খেললেও কোনো টেস্ট ছাড়াই সফর শেষ করে ভারত। এতে সে সময় টেস্টে অভিষেক হয়নি মুস্তাফিজের। তাই দারুণ ফর্মে থাকা মুস্তাফিজের অভিষেক হওয়ায় মোক্ষম সময় ছিল এটিই।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।