ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জুলাই ১৮, ২০১৫
নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ৮টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জামাতে অংশ নেন তিনি।



বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়াও এখানে  ঈদের  নামাজ আদায় করেন জেলা প্রশাসক  হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোসত্ম, জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

ঈদের নামাজ শেষে আত্মীয় স্বজন ও পরিচিতজনদের সঙ্গে কোলাকুলি শুভেচ্ছা বিনিময় শেষে তিনি নানা বাড়ির পাশের কবরস্থানে নানা-নানীর কবর জিয়ারত করেন। এরপর মামার বাড়িতে ঈদের দিনের পুরোটুকু কাটাবেন মাশরাফি।

জাতীয় দলের সফল অধিনায়ক দেশের ক্রিকেটের সাফল্যে সবার দোয়া কামনা করেছেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।