ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় জুনিয়র টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, জুলাই ১৮, ২০১৫
দ. আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় জুনিয়র টাইগারদের

ঢাকা: স্বাগতিক দক্ষিণ অাফ্রিকা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে সাত ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-২ ব্যবধানে পরাজিত করে সিরিজ জয়ী হয়েছে সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল ।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার ডারবানের চ্যাটসওয়ার্থ স্টেডিয়ামে সিরিজের সর্বশেষ খেলায় দক্ষিণ আফ্রিকার যুবাদের ৫৮ রানে পরাজিত করে জুনিয়র টাইগাররা।



প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে সাত উইকেটে করে ৩০৪ রান। ১৫০ রান করেন ওপেনিং ব্যাটসম্যান পিনাক ঘোষ।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৮.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে ‍যায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ম্যাথিউ ব্রিজকি। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৪৮ রানে ৩টি উইকেট লাভ করেন।

সিরিজ জয়ের পথে বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে জয়লাভ করলেও তৃতীয় ম্যাচে পরাজিত হয়। এরপর চতুর্থ ম্যাচে জয়লাভ এবং পঞ্চম ম্যাচে পরাজয়ের পর সর্বশেষ ষষ্ঠ ম্যাচে জয়লাভ করে। সাত ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।