ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, জুলাই ১৫, ২০১৫
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মইন ছবি : সংগৃহীত

ঢাকা: লর্ডসে অনুষ্ঠিত অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলী। বুধবার (১৫ জুলাই) দলের অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন এ তারকা ক্রিকেটার।

মইন খেলতে না পারলে তার পরিবর্তে ইয়র্কশায়ার লেগ স্পিনার আদিল রশিদ খেলতে পারেন।

কার্ডিফে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টে স্বাগতিকদের জয়ের পেছনে দারুণ অবদান রেখেছিলেন মইন। ১৬৯ রানে জয়ের সে ম্যাচে প্রথম ইনিংসে ২৮ বছরের মইন ৭৭ রান করেছিলেন। আর দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেটও নিয়েছেন।

ম্যাচে মইনের বোলিংয়ে অজিদের সেরা ব্যাটসম্যানদের প্যাভিলিওনে ফিরতে হয়। তার বোলিংয়ে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক আর দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার ও ব্র্যাড হ্যাডিন।

মইন এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন। যেখানে তিনি ৩০.৪৪ গড়ে ৫৪৮ রান ও ২৩টি উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।