ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওয়ান ডে সিরিজ টাইগারদের ঘরে থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, জুলাই ১২, ২০১৫
ওয়ান ডে সিরিজ টাইগারদের ঘরে থাকবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে পরবর্তী চ্যাম্পিয়ন ট্রফি খেলবে এবং চলতি সিরিজ টাইগারদের ঘরে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইসিসি ও বিসিবি’র সাবেক সভাপতি এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (১২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।



দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিজয়ী হয়ে সিরিজে সমতা আনায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জান‍ান মুস্তফা কামাল।

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন,  বাংলাদেশ দলের এ বিজয়কে ‘সিরিজে কামব্যাক’ হিসেবে আখ্যায়িত করছি। ‘ইনশাল্লাহ বাংলাদেশ তৃতীয় ম্যাচে জয়লাভ করে ওয়ানডে সিরিজ জিতবে’।

বাংলাদেশ ক্রিকেট দলকে অত্যন্ত পেশাদার দল আখ্যা দিয়ে এই ক্রিকেটপ্রেমী বলেন, ‘টি-টুয়েন্টি ও প্রথম ওয়ানডে ম্যাচে আমরা সামর্থ্য অনুয়ায়ী পারফর্ম করতে পারিনি, তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসা যোগ্য। সবচেয়ে বড় কথা এ ম্যাচে বাংলাদেশ একক কোন খেলোয়ারের উপর নির্ভর না করে একটি দল হিসেবে খেলেছে’।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন,‘আমাদের ক্রিকেট দলকে নিয়ে আমরা সত্যিই গর্বিত। তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছে তা অবিশ্বাস্য। সেই সঙ্গে অভিজ্ঞ খেলোয়ারেরা দলকে যেভাবে গাইড করছে তাতে আমি  নিশ্চিত ২০১৭ সালের ইংল্যান্ডে হতে যাওয়া চ্যাম্পিয়ান ট্রফিতে বাংলাদেশ খেলবেই’।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এমআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।