ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দলকে জয়ের কাছে নিয়ে আউট রিয়াদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জুলাই ১২, ২০১৫
দলকে জয়ের কাছে নিয়ে আউট রিয়াদ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলকে জয়ের বন্দরের কাছাকাছি পৌঁছে দিয়েই সাজঘরে ফিরলেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। সৌম্যের সঙ্গে ১৩৫ রানের ম্যাচজয়ী পার্টনারশিপ গড়ার সঙ্গে সঙ্গে পূরণ করেছেন দারুণ অর্ধশতক।

তবে, দলের তরী জয়ের বন্দরে নোঙ্গর করা হলো না রিয়াদের।

জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে অর্ধশতক পূরণ করে আউট হয়ে যান বাংলাদেশের সফল বিশ্বকাপ মিশনের নায়ক। ৬৪ বলে ৫০ রানের কার্যকর ইনিংসে রিয়াদ চার হাঁকান ছয়টি।

রিয়াদের বিদায়ের পর অবশ্য সাকিব আল হাসানকে নিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। তিনি অপরাজিত থাকেন ৮৮ রানে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।