ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

তামিমের উইকেটই সবচেয়ে ভালো লেগেছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৭, জুলাই ১১, ২০১৫
তামিমের উইকেটই সবচেয়ে ভালো লেগেছে

ঢাকা: বাংলাদেশকে ১৬০ রানের মধ্যে বেঁধে ফেলায় অসাধারণ ভূমিকা রেখেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। অভিষেক ওয়ানডেতেই হ্যাটট্রিকসহ ৬ উইকেট তুলে নিয়েছেন ২০ বছরের এই তরুণ।

নিজের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেন রাবাদা। পরে আরও তিন উইকেট নিয়ে গড়েছেন অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেই রাবাদাই জানালেন, তামিমের উইকেটই সবচেয়ে ভালো লেগেছে। কারণ বলটি দারুণ ছিল।

হ্যাটট্রিক ডেলিভারিটি নিয়ে খুব বেশি কি ভাবছিলেন রাবাদা? নিজেই জানালেন সে উত্তর, বুঝতে পারছিলাম না কী বল করবো। ইয়র্কার, নাকি বাউন্সার ছুড়বো, নাকি সাধারণ লেংথ ডেলিভারি। শেষ পর্যন্ত ঠিক করি ইয়র্কার করবো। চেষ্টা করেছিলাম, কিন্তু মিস করলাম।

পরিকল্পনার ধারে কাছে যেতে না পারলেও ওভার শেষের ওই বলটিতে ঠিকই উইকেট নিয়েছেন রাবাদা। পরিকল্পনা মতো ইয়র্কার না ছুড়েও উইকেট পেয়েছেন রাবাদা। অফস্টাস্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন মাহমুদউল্লাহ।    

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।