ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জুলাই ৯, ২০১৫
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। টিম ইন্ডিয়ার পরের বছর অস্ট্রেলিয়া সফরের সময়ও ঘোষণা করেছে বিসিসিআই।



শ্রীলঙ্কা সফরে কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে না ভারত। ০৩ আগস্ট কলম্বোয় পা রাখবে ভারতের টেস্ট দলটি। ০৬ আগস্ট থেকে শুরু হওয়া তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টিম ইন্ডিয়া। এরপর ১২-১৬ আগস্ট প্রথম টেস্ট, ২০-১৪ আগস্ট দ্বিতীয় ও ২৮ আগস্ট থেকে ০১ সেপ্টেম্বর তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত।

প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে গলে, দ্বিতীয়টি হবে তামিল ইউনিয়ন ওভালে আর সফরের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলম্বোয়। তিনটি টেস্ট খেলে ০২ সেপ্টেম্বর ভারতে ফিরবে সফরকারী দলটি।

পরের বছর জানুয়ারিতে কোনো টেস্ট না খেললেও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

পার্থে ১২ জানুয়ারি প্রথম ওয়ানডেতে ধোনি বাহিনী অজিদের বিপক্ষে নামবে। এরপর ১৫, ১৭, ২০ ও ২৩ জানুয়ারি সিরিজের বাকী ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৬ জানুয়ারি অ্যাডিলেড ওভালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলবে দু’দল। পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ২৯ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।