ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ মে ২০২৫, ২৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাওয়াশ’ এড়াতে চায় ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জুন ২৩, ২০১৫
‘বাংলাওয়াশ’ এড়াতে চায় ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সফরে এসে কঠিন সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। টাইগারদের কাছে প্রথম দু’টি ওয়ানডে ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার (২৩ জুন) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হারলেই হোয়াইটওয়াশ হবে টিম ইন্ডিয়া।

শেষ ম্যাচ জিতে বাংলাওয়াশের লজ্জা এড়াতে চায় সফরকারী ভারত। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে ম্যাচটি। খেলা শুরু হবে বিকেল তিনটায়।

মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের কাছে কোনো দল হোয়াইটওয়াশ হলে সেটিকে যে ‘বাংলাওয়াশ’ বলে সম্বোধন করা হয় সেটি জানা আছে অশ্বিনেরও, ‘আমরা জয়ের ধারায় ফিরে বাংলাওয়াশ এড়াতে চাই। এটা খুবই দু:খজনক আমরা প্রথম দু’টি ম্যাচে হেরেছি। কালকের ম্যাচটাও যে আমাদের জন্য সহজ হবে না সেটা আমরা জানি। ’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারকে ভারতীয় দলের জন্য একটা নতুন অভিজ্ঞতা হিসেবে দেখেন অশ্বিন, ‘এটা আমাদের জন্য একটা শিক্ষাও বলা যায়। আমরা দেশে ফিরে আলোচনা করব কেন এমন হলো। তবে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেই সিরিজ জিতেছে। ’

ভারত সিরিজ শেষেই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। পরের সিরিজেও বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন অশ্বিন, ‘পাকিস্তানকে ৩-০ তে সিরিজ হারানোর পর আমাদের বিপক্ষে সিরিজ জিতেছে। আমি মনে করি, দক্ষিণ আফ্রিকা সিরিজেও বাংলাদেশ ভালো করবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।