ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ মে ২০২৫, ২৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, জুন ২২, ২০১৫
চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করলো বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে কিনা বাংলাদেশের এ নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত ভারত সিরিজে দুই জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে ফেললো বাংলাদেশ।



মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারায় টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

ধোনিদের বিপক্ষে গত বৃহস্পতিবার জয়ের পর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরে খেলার জন্য বাংলাদেশের সামনে সমীকরণটা সহজ হয়ে গিয়েছিল। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ এবং আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ-এই ৫ ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকেট মিলত মাশরাফিদের।

দ্বিতীয় ওয়ানডের ৬ উইকেটের সহজ জয় দিয়ে সেই কাজটি সেরে নিল বাংলাদেশ। সিরিজ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ‘মওকা’ মিলে গেল র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশ দলের।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।