ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন ওয়াহাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, জুন ২৬, ২০১৫
টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন ওয়াহাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। অন্তত দুই সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

ত‍াই তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে তার খেলা হচ্ছে না।

শুক্রবার (২৫ জুন) সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট করার সময় ইনজুরি আক্রান্ত হন ওয়াহাব। লঙ্কান পেস বোলার দুসমান চামিরার বল তার বাঁ হাতের গ্লাভসে আঘাত হানলে পাকিস্তান শিবিরে কিছুটা দুশ্চিন্তা ভর করে।

পরে অবশ্য লঙ্কানরা ব্যাটিংয়ে নামলে শেষ সেশনে ওয়াহাব ৯ ওভার বোলিং করেন। তবে, বোলিং করার সময় তিনি সমস্যায় ভোগেন। দ্বিতীয় দিনে তার আর বল হাতে মাঠে নামা হয়নি। শেষ পর্যন্ত ছিটকে যান টেস্ট সিরিজ থেকেই।

প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হওয়ায় ওয়াহাবের ইনজুরি পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কাই বটে। প্রথম টেস্টে পাঁচ উইকেট দখল করেন এই বাঁহাতি পেসার। গল টেস্টটি দাপটের সঙ্গে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ তে ‍লিড নেয় মিসবাহ-হাফিজরা।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।