ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘লোকের কথায় কান দিবি না’—ধোনির যে পরামর্শ মনে রেখেছেন সিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, অক্টোবর ৮, ২০২৫
‘লোকের কথায় কান দিবি না’—ধোনির যে পরামর্শ মনে রেখেছেন সিরাজ মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ সিরাজ/সংগৃহীত ছবি

সাধারণ পরিবার থেকে উঠে এসে মোহাম্মদ সিরাজ আজ আধুনিক ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিনি দলের একজন নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এবং তার অক্লান্ত বোলিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

তবে এই যাত্রাপথে তাকে অনেক উত্থান-পতনের সম্মুখীন হতে হয়েছে, প্রায়শই সামাজিক মাধ্যমে হতে হয়েছে সমালোচিত।  

সম্প্রতি এই পেসার জানিয়েছেন, কঠিন সময়গুলো ভালোভাবে মোকাবেলা করার জন্য ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাকে একটি অমূল্য পরামর্শ দিয়েছিলেন।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস আইডিয়া এক্সচেঞ্জ’-এ সিরাজ বলেন, ‘আমার মনে আছে, যখন আমি ভারতীয় দলে যোগ দিয়েছিলাম, এমএস ধোনি আমাকে বলেছিলেন, ‘অন্যের কথায় কান দিবি না। যখন তুই ভালো খেলবি, পুরো বিশ্ব তোর পাশে থাকবে, আর যখন খারাপ করবি, এই লোকেরাই তোকে গালি দেবে। ’

সিরাজ আরও বলেন, কীভাবে একজন খেলোয়াড় এক ম্যাচের ব্যবধানে মানুষের চোখে নায়ক থেকে শূন্যে পরিণত হতে পারেন।

তিনি বলেন, ‘এক ম্যাচে আপনি নায়ক, আর পরের ম্যাচেই আপনি শূন্য? মানুষ এত দ্রুত কীভাবে বদলে যেতে পারে? আমি বুঝতে পেরেছি যে আমার বাইরের কোনো মতামতের প্রয়োজন নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার পরিবার এবং আমার সতীর্থরা আমার সম্পর্কে কী ভাবে। ’

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের দুর্দান্ত জয়ে সিরাজই ছিলেন সেরা বোলার। তিনি প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন, এমনকি দলের প্রধান পেসার জসপ্রিত বুমরাহকেও ছাপিয়ে যান। ওই ম্যাচে ভারত এক ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

এর আগে এই বছরের শুরুতে, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে ২৩ উইকেট নেওয়ার পর, সিরাজ কপিল দেব এবং বুমরাহর পর তৃতীয় ভারতীয় পেসার হিসেবে একাধিক টেস্ট সিরিজে ২০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।