ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি: সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, অক্টোবর ৩, ২০২৫
নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি: সোহান

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ২৩ রানে অপরাজিত থেকে তিনি দলকে জিতিয়েছেন।

দীর্ঘদিন পর দলে ফেরার পর এই ম্যাচে তার ব্যাটিং নজর কাড়ে। খেলোয়াড় হিসেবে খুশি হওয়ার পাশাপাশি তিনি টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সোহান বলেন, টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। স্পেশাল ধন্যবাদ নাফিস ভাই ও মোস্তাক স্যারকে। অনেক লম্বা সময় পর টিমে ফিরেছি। ৩-৪টা ম্যাচ খেলেছি। অবশ্যই নিজের সেরাটা দেxয়ার চেষ্টা করছি। সিচুয়েশন কঠিন হয় যখন আপনি দীর্ঘ সময় পর টিমে ঢোকেন। সে ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের সাহায্য পাচ্ছি।

আফগানদের বিপক্ষে শুরুতেই বাংলাদেশ ওপেনিং জুটি থেকে ১০৯ রান তোলে। কিন্তু এরপর মাত্র ৯ রানের মধ্যে হারায় ৬ উইকেট। দলের এমন ব্যাটিং ধস নিয়েও সোহান খোলাখুলি মত দেন। তিনি বলেন, টি-টোয়েন্টি ম্যাচ মূলত রানের খেলা। আমরা যেভাবে ব্যর্থ হয়েছি, তা থেকে শিক্ষা নেওয়া উচিত। যেহেতু কালই পরবর্তী ম্যাচ, অবশ্যই এর থেকে শিক্ষা নিতে হবে। ব্যাটিংয়ের এই সমস্যা নতুন নয়, অনেকদিন ধরেই এটা নিয়ে কাজ করছি। সময় এসেছে উন্নতি করার।

যদিও বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে সমালোচনা রয়েছে। তবে সোহানের ম্যাচজয়ী ইনিংস ম্যাচে নতুন আশার সঞ্চার করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে।

এফবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।