ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এক ম্যাচ খেলেই আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে সিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, সেপ্টেম্বর ৮, ২০২৫
এক ম্যাচ খেলেই আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে সিরাজ সংগৃহীত ছবি

আগস্ট ২০২৫-এর জন্য প্লেয়ার অব দ্য মান্থের (মাসসেরা) সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তিনজন পেসার জায়গা পেয়েছেন এই তালিকায়—ভারতের মোহাম্মদ সিরাজ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস।

আগস্টে মাত্র একটি টেস্ট খেলেও মনোনয়ন নিশ্চিত করেছেন মোহাম্মদ সিরাজ। লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে শিকার করেন ৯ উইকেট, গড় মাত্র ২১.১১।

প্রথম ইনিংসে চার উইকেটের পর সিরাজ দ্বিতীয় ইনিংসে ঝলসে ওঠেন পাঁচ উইকেট নিয়ে। তার এই স্পেলেই ভারত ম্যাচ জিতে নেয় এবং সিরিজ ২-২ সমতায় শেষ করে। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন সিরাজ।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় সবচেয়ে বড় অবদান রাখেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। দুই টেস্টে ১৬ উইকেট শিকার করেন তিনি, অবিশ্বাস্য গড় মাত্র ৯.১২।

প্রথম ইনিংসে ৬/৩৯ এবং দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন। পরের টেস্টেও পাঁচ ও দুই উইকেট নিয়ে কিউইদের বড় জয়ে ভূমিকা রাখেন হেনরি।
  
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই সাফল্যের নায়ক তরুণ পেসার জেডেন সিলস। তিন ম্যাচে ১০ উইকেট নেন তিনি, গড় মাত্র ১০ এবং ইকোনমি রেট ৪.১০।

প্রথম ম্যাচে খরুচে হলেও (১/৫৯), দ্বিতীয় ম্যাচে বাবর আজম ও সাইম আইয়ুবসহ গুরুত্বপূর্ণ তিন উইকেট নেন। আর তৃতীয় ম্যাচে ক্যারিয়ারসেরা ৬/১৮ নিয়ে গুঁড়িয়ে দেন পাকিস্তানকে—যা ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।