ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় দল বলে কিছু নেই: লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, আগস্ট ২৮, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় দল বলে কিছু নেই: লিটন

এশিয়া কাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বড় এক প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা, দলীয় প্রস্তুতি ও প্রতিপক্ষ দল নিয়ে কথা বলেন তিনি।  

লিটনের মতে, আবুধাবির উইকেটের সঙ্গে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের সাদৃশ্য আছে, যা এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের জন্য বাড়তি সুবিধা হবে। তিনি বলেন, ‘এশিয়া কাপে আলাদা দল থাকবে। তবে কন্ডিশনের দিক থেকে আবুধাবি আর সিলেটের উইকেট অনেকটাই মিল। আবুধাবি ক্রিকেট ফ্রেন্ডলি উইকেট, সিলেটেও অনেকটা ব্যাটিং সহায়ক। তাই এখানে খেলা আমাদের জন্য দারুণ প্রস্তুতি হবে। ’

শুধু কন্ডিশন নয়, প্রতিপক্ষ নেদারল্যান্ডস নিয়েও সতর্ক বাংলাদেশ অধিনায়ক। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে ছোট বা বড় দল বলে কিছু নেই। প্রতিটি ম্যাচই সমান চ্যালেঞ্জিং। লিটন বলেন, ‘যে কোনো আন্তর্জাতিক ম্যাচই চ্যালেঞ্জিং। নেদারল্যান্ডসও ভালো দল। যদিও তারা এ ধরনের কন্ডিশনে খুব একটা খেলে না, তারা ভালো উইকেটে খেলায় অভ্যস্ত। তাই দু’দলের জন্যই এটি হবে বড় পরীক্ষা। ’

তবে লিটন শুধু প্রতিপক্ষকে নিয়েই ভাবছেন না। এই সিরিজে তিনি চান নতুন কিছু ক্রিকেটারকে পর্যবেক্ষণ করতে যাতে এশিয়া কাপের আগে চূড়ান্ত স্কোয়াড নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি সুযোগ থাকে আমরা কয়েকজন নতুন খেলোয়াড়কে চেষ্টা করব। তবে মনে রাখতে হবে এটি যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট, এখানে লক্ষ্য অবশ্যই জয় পাওয়া। ’ 

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। টাইগারদের লক্ষ্য সিরিজ জেতার পাশাপাশি এশিয়া কাপের আগে চূড়ান্ত একাদশের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।