ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপের পাকিস্তান দলে নেই বাবর-রিজওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, আগস্ট ১৭, ২০২৫
এশিয়া কাপের পাকিস্তান দলে নেই বাবর-রিজওয়ান বাবর ও রিজওয়ান/সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ ২০২৫-এর জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।

অলরাউন্ডার সালমান আলী আঘাকে অধিনায়ক রেখেই দল সাজিয়েছে পিসিবি। দলে আছেন অভিজ্ঞরা— ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। সঙ্গে জায়গা পেয়েছেন তরুণরা— সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

এছাড়া স্কোয়াডে আছেন মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের প্রতিপক্ষ হবে আফগানিস্তান ও স্বাগতিক আমিরাত। শারজাহতে সিরিজটি হবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে বসবে এশিয়া কাপ ২০২৫।

পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ সংবাদ সম্মেলনে বলেন, “এটা একই গ্রুপ যারা টানা তিনটি সিরিজ খেলছে। আমাদের লক্ষ্য ধারাবাহিকতা ও জয়ের ধারা বজায় রাখা। ”

সালমান মির্জার দলে আসা নিয়ে তিনি জানান, “যে পারফর্ম করবে, সে-ই খেলবে। সে বাংলাদেশে ভালো খেলেছে। ”

তবে আলোচনার কেন্দ্রে ছিলেন বাদ পড়া দুই তারকা— বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এ বিষয়ে আকিব বলেন, “আমরা বলছি না যে বাবর-রিজওয়ান আর ফিরবে না। তাদের সুযোগ থাকবে, তবে এখন যারা খেলছে তাদেরও সুযোগ দেওয়া জরুরি। ”

সাদা বলের প্রধান কোচ মাইক হেসন বলেন, “তিন ম্যাচ দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার করা কঠিন। বাবর প্রথম ম্যাচে ভালো খেলেছে, তবে কিছু জায়গায় উন্নতি করতে হবে। বাবর-রিজওয়ান অন্যদের মতো পারফর্ম করলে অবশ্যই আবার ফিরবে। ”

পাকিস্তানের ১৭ সদস্যের দল

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মোকিম।

ত্রিদেশীয় সিরিজ সূচি (শারজাহ)

২৯ আগস্ট — আফগানিস্তান বনাম পাকিস্তান
৩০ আগস্ট — আমিরাত বনাম পাকিস্তান
১ সেপ্টেম্বর — আমিরাত বনাম আফগানিস্তান
২ সেপ্টেম্বর — পাকিস্তান বনাম আফগানিস্তান
৪ সেপ্টেম্বর — পাকিস্তান বনাম আমিরাত
৫ সেপ্টেম্বর — আফগানিস্তান বনাম আমিরাত
৭ সেপ্টেম্বর — ফাইনাল

এশিয়া কাপ ২০২৫ সূচি (আবুধাবি ও দুবাই)

৯ সেপ্টেম্বর — আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর — ভারত বনাম আমিরাত
১১ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর — পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর — ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর — আমিরাত বনাম ওমান, শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর — পাকিস্তান বনাম আমিরাত
১৮ সেপ্টেম্বর — শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর — ভারত বনাম ওমান

সুপার ফোর

২০ সেপ্টেম্বর — বি১ বনাম বি২
২১ সেপ্টেম্বর — এ১ বনাম এ২
২৩ সেপ্টেম্বর — এ২ বনাম বি১
২৪ সেপ্টেম্বর — এ১ বনাম বি২
২৫ সেপ্টেম্বর — এ২ বনাম বি২
২৬ সেপ্টেম্বর — এ১ বনাম বি১
২৮ সেপ্টেম্বর — ফাইনাল

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।