ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গ্যাস্ট্রিকের কারণে ব্যাটিং করেননি আফিফ, চলে গেছেন হোটেলে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
গ্যাস্ট্রিকের কারণে ব্যাটিং করেননি আফিফ, চলে গেছেন হোটেলে

একাদশে ছিলেন, মাঠে নেমেছিলেন ফিল্ডিং করতেও। কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামেননি আফিফ হোসেন।

এ নিয়ে তৈরি হয় কৌতূহল। রংপুরের সঙ্গে ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই ম্যাচের পর পাওয়া গেছে ব্যাখ্যা। সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তিনি জানিয়েছেন, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে মাঠে আসার পর ফিল্ডিংয়ের সময় আরও অসুস্থ হয়ে পড়েন আফিফ।

এ নিয়ে শুভাগত বলেছেন, ‘মাঠে এসে ফিল্ডিং করার পর একটু অসুস্থতা অনুভব করেছে। হয়তো গ্যাস থেকে সমস্যা তৈরি হয়েছে। এজন্য ব্যাটিংয়ে মাঠে নামতে পারেনি। ’

মাঠে না নেমে আফিফ কি ড্রেসিং রুমেই ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অসুস্থতা অনুভব করার পর হোটেলে ফিরে গিয়েছে। ’

সাধারণত মাঠে নামার আগে ক্রিকেটারদের চেক আপ করা হয়। খেলতে পারবে কি না তাও জানতে চাওয়া হয়। তেমন কিছু কি আফিফের ক্ষেত্রে হয়েছিল?

এ নিয়ে শুভাগত বলেন, ‘এরকম কিছু ছিল না। ফিজিওর সঙ্গে কনসার্ন ছিল। মাঠে খেলার মতো অবস্থা ছিল। কিন্তু ফিল্ডিং করার পর আরও বেশি সমস্যা তৈরি হয়েছে। ’

পরে চট্টগ্রামের মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় আফিফের বিষয়ে জানান, ‘আফিফ একটু ঠাণ্ডা নিয়ে আসছিল মাঠে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল খেলতে পারবে কি না। সে বলছে ওকে। পরবর্তীতে গ্যাস ফর্ম করে এবং সে ইয়ে (অসুস্থ) হয়ে যায়। তারপরও সে ওকে বলে খেলছে। সে আবার যখন ফিল্ডিং করতে যায়, গ্যাসের কারণে মারাত্মকভাবে ঠাণ্ডা লেগে যায়। সে সুস্থ আছে এখন। সমস্যা নাই। হোটেলে আছে। পরের ম্যাচ খেলবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।