ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আদালত

ব্যবসায়ীকে নোটিশ, অতঃপর পুলিশকে হাইকোর্টের তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ব্যবসায়ীকে নোটিশ, অতঃপর পুলিশকে হাইকোর্টের তলব

ব্যবসা প্রতিষ্ঠান স্টেপ ইন্টারন্যাশনালের মালিক মো. ওলি উল্লাহ প্রায় ৩২ লাখ টাকা পাবেন অপর ব্যবসায়ী আশীষ কুমার শর্মার কাছে। গাজীপুর পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন ওলি উল্লাহ।

ঢাকা: ব্যবসা প্রতিষ্ঠান স্টেপ ইন্টারন্যাশনালের মালিক মো. ওলি উল্লাহ প্রায় ৩২ লাখ টাকা পাবেন অপর ব্যবসায়ী আশীষ কুমার শর্মার কাছে। গাজীপুর পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন ওলি উল্লাহ।

 

আর এমন অভিযোগ পেয়ে ব্যবসায়ী আশীষকে তলব করে বসেন গাজীপুর পুলিশের বিশেষ শাখার এসআই মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী।

কিন্তু ওই ব্যবসায়ী উপস্থিত না হয়ে ওই এসআইয়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা ঠুকে দিলেন । অতঃপর প্রয়োজনীয় নথি নিয়ে ওই এসআইকে আগামী ০৪ ডিসেম্বর হাজির হতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ নভেম্বর) হাইকোর্টের আদেশের পর আশীষের আইনজীবী মো. উজ্জল হোসেন বাংলানিউজকে পুলিশের দেওয়া নোটিশ দেখিয়ে বলেন, ‘গত ০৬ নভেম্বর পুলিশ আমার মক্কেলকে একটি নোটিশ দেন। ওই নোটিশে বলা হয়, ওলি উল্লাহ গার্মেন্টস এক্সেসরিজ বাবদ ৩১ লাখ ৯০ হাজার টাকা পাবেন। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সাক্ষ্য-প্রমাণ নিয়ে উভয়পক্ষকে হাজির হতে দণ্ডবিধির ১৬০ ধারায় (আইনজীবীর বক্তব্য, এটি হবে ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা) নোটিশ দেন’।

আইনজীবীর দাবি, ‘নিয়মিত মামলা হলে বা মামলার সাক্ষী হলে পুলিশ তলব করতে প‍ারে। কিন্তু এখানো কোনো মামলা হয়নি কিংবা ব্যবসায়ী আশীষ সাক্ষীও না। তাই ‍তাকে হাজির হতে বলবেন কেন?’

এজন্য হাইকোর্টে রিট করা হয়েছে। এ রিটের শুনানি নিয়ে  ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই নোটিশ কেন বেআইনি ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুরের ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ও এসআই মোস্তাফিজকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া নোটিশ প্রদানকারী এসআই মোস্তাফিজুর রহমান চৌধুরীকে প্রয়োজনীয় নথি নিয়ে আগামী ০৪ ডিসেম্বর আদালতে হাজির হতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।