বিশ্বের অন্যতম দুর্গম ও চ্যালেঞ্জিং পর্বত মাউন্ট মানাসলু জয় করেছেন বাংলাদেশের দুই পর্বতারোহী বাবর আলী ও তানভীর হোসেন।
৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার এই পর্বত হিমালয়ের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ, যেখানে দাঁড়ানো মানেই সাহস, অধ্যবসায় ও নিখুঁত প্রস্তুতির প্রতীক।
এই অভিযানে তাদের সহযোগী ও স্পন্সর হিসেবে পাশে ছিল দেশের শীর্ষস্থানীয় এডহেসিভ ব্র্যান্ড স্যাম-বন্ড। ব্র্যান্ডটির মূলমন্ত্র— ‘জোড়ায় শতভাগ আস্থা’— যেন প্রতিফলিত হয়েছে এই অভিযাত্রায়। কারণ, প্রকৃত আস্থা শুধু পণ্যে নয়, বরং সেই মানসিক দৃঢ়তায়, যা মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয়।
মাউন্ট মানাসলু বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত, যা নেপালের হিমালয় অঞ্চলে অবস্থিত। দুর্গম আবহাওয়া ও কঠিন আরোহনপথের কারণে এ পর্বতকে হিমালয়ের অন্যতম চ্যালেঞ্জিং শৃঙ্গ হিসেবে ধরা হয়।
বাবর ও তানভীরের এই সফলতা বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করেছে। একই সঙ্গে স্থানীয় ব্র্যান্ডের সহায়তায় আন্তর্জাতিক সাফল্য অর্জনের এই ঘটনাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত স্যামুদা স্পেক-কেম লিমিটেড ২০২১ সালে স্যাম-বন্ড ব্র্যান্ডের যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি আঠা, থিনার, উড ল্যাকার ও DOP বাজারে কার্যক্রম পরিচালনা করছে।
এএটি