ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
ওই চুক্তি অনুসারে, জাতীয় পেনশন প্রকল্পের আওতায় পেনশন প্রকল্পের সব সেবাগ্রহণকারীদের জন্য ওয়ান ব্যাংক পেনশন সংগ্রহের সেবা দেবে।
বৃহস্পতিবার (১৫ মে) এই চুক্তি সই হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান এবং ওয়ান ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
এএটি