বাংলাদেশের বিজ্ঞাপন অঙ্গনের সুপরিচিত নাম গিকি সোশ্যাল এবছরের জুনে পূর্ণ করল পথচলার ১০ বছর।
বিজ্ঞাপনের সব শাখায় নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে একটি পূর্ণাঙ্গ ৩৬০ ডিগ্রি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা গিকি সোশ্যালের পথচলার শুরুটা ছিল একটি ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা হিসেবে।
প্রতিষ্ঠার ১০ বছর পার করার এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ‘১০ অ্যাড-মেজিং ইয়ারস’ শিরোনামে তিন মাসব্যাপী এক বর্ণিল উৎসবের ঘোষণা দিয়েছে গিকি সোশ্যাল।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বর্তমান ও প্রাক্তন কর্মীদের এক আবেগঘন মিলনমেলা যেখানে কেবল একটি সংস্থার জন্মদিন উদযাপন নয়, বরং এক দশকের সৃজনশীল পথচলাকে সম্মান জানানো হয়েছে, যা একদল স্বপ্নবাজ তরুণকে আজ দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
গিকি সোশ্যালের মূল দর্শন ছিল একদম অকপটঃ সৃজনশীলতা আর বিশ্লেষণের মেলবন্ধন ঘটানো, যাতে প্রতিটি বিজ্ঞাপন কেবল সুন্দরই না, বরং কার্যকরও হয়। যাত্রা শুরু হয়েছিল ঢাকার কাজীপাড়ায় এক চিলতে ছাদে, যা আজ নিকেতনে তিন হাজার বর্গফুটের এক বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। এই কর্মযজ্ঞে শামিল আছে ডিজাইনার, কোয়ান্ট, টেকনোলজিস্ট, কন্টেন্ট স্পেশালিস্ট থেকে শুরু করে গ্রোথ স্ট্র্যাটেজিস্টরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় গিকি সোশ্যাল আজ কেবল ডিজিটাল বিজ্ঞাপনেই সীমাবদ্ধ নয়, বরং ইন্টিগ্রেটেড ব্র্যান্ড ক্যাম্পেইন, মিডিয়া প্ল্যানিং, প্রিন্ট থেকে শুরু করে ওয়েব সলিউশন পর্যন্ত সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই গিকি সোশ্যাল জোর দিয়েছে মেধা ও মননের বিকাশে। একদল নিরন্তর কৌতূহলী এবং সৃজনশীল কর্মীর সমন্বয়ে গিকি পরিবারের সদস্য সংখ্যা আজ ৪৫ যারা নিরলস প্রচেষ্টায় দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি ব্র্যান্ড থেকে শুরু করে উদীয়মান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আস্থা অর্জন করেছে। খাদ্য ও পানীয়, হসপিটালিটি, শিক্ষা, বিনোদন, টেক – এমন কোনো খাত নেই যেখানে গিকি সোশ্যালের সৃজনশীলতার ছোঁয়া লাগেনি।
এক দশক পূর্ণ হলেও গিকি সোশ্যাল নেতৃত্ব এটা নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বসে থাকতে চান না বরং এই মাইলস্টোনকে নতুন করে পথচলার শুরু হিসেবে দেখতে চান। তাদের লক্ষ্য চলমান পরিবর্তনশীল বিশ্বে নতুন নতুন ভাবনাকে কাজে লাগানো এবং গ্রাহকদের জন্য অর্থবহ ফলাফল নিশ্চিত করা। দশ বছর পূর্তির এই ক্ষণে গিকি সোশ্যাল আবারও প্রতিশ্রুতিবদ্ধ, তারা কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, বরং সৃজনশীল ও অপ্রচলিত প্রতিভাদের বিকাশের একটি উর্বর ক্ষেত্র হয়ে থাকবে।
গিকি সোশ্যাল এর সাথে যোগাযোগ করা যাবে [email protected] ঠিকানায় অথবা www.geekysocial.comওয়েবসাইট ভিজিট করলে পাওয়া যাবে তাদের সম্পর্কে বিস্তারিত।
এএটি