ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

হাউজ অব বাটারফ্লাই উন্মোচন করল এলজির প্রিমিয়াম রেফ্রিজারেটর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, মে ২০, ২০২৫
হাউজ অব বাটারফ্লাই উন্মোচন করল এলজির প্রিমিয়াম রেফ্রিজারেটর

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হাউজ অব বাটারফ্লাই নিয়ে এলো বিশ্বখ্যাত কোরিয়ান টেকনোলজির কনজুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড এলজি’র তিনটি নতুন প্রিমিয়াম সাইড বাই সাইড রেফ্রিজারেটর।  

সোমবার (১৯ মে) রাজধানীর গুলশান-২ এ হাউজ অব বাটারফ্লাই’র শোরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এর উদ্বোধন করেন হাউজ অব বাটারফ্লাই’র হেড অব প্রোডাক্ট এ. এস. এম মুনতাসির চৌধুরী এবং এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড ছন।

 

মুনতাসির চৌধুরী বলেন, আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের আধুনিক প্রযুক্তি ও ভালো মানের প্রোডাক্ট দিতে। এলজির সঙ্গে নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ দেশের বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রিমিয়াম এই ফ্রিজগুলো দেখতে যেমন স্টাইলিশ, ব্যবহারেও তেমনই সুবিধাজনক। আমরা ইতোমধ্যেই এই ফ্রিজের প্রি-বুকিং ক্যাম্পেইনে কাস্টমারদের ব্যাপক সাড়া পেয়েছি। শোরুমগুলোতে শিগগিরই রেফ্রিজারেটরগুলো পাওয়া যাবে। চলমান ঈদ ক্যাম্পেইন ‘ঘর সাজবে ঈদ উৎসবের’ আওতায় থাকছে নতুন এই লাইনআপও যেখানে গ্রাহকরা পেয়ে যাবেন ১শ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারের সুযোগ। আশা করছি এর মাধ্যমে আমরা কাস্টমারদের প্রত্যাশা পূরণে সক্ষম হবো।
  
জেরাল্ড ছন বলেন, আধুনিক এবং স্মার্ট হোম সলিউশন গ্রাহকদের দোরগড়ায় পৌঁছে দিতে সচেষ্ট এলজি বাংলাদেশ। নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ এই প্রচেষ্টারই অংশ। হাউজ অব বাটারফ্লাই’র সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য পৌছানোর মাধ্যমে তাদের জীবন যাত্রার মানকে আরো সহজ ও উন্নত করছে।

নতুন এই লাইনআপ উদ্বোধনের মাধ্যমে হাউজ অব বাটারফ্লাই ও এলজি দেশের রেফ্রিজারেটর বাজারে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে আর এই ক্যাটাগরির ফ্রিজকে গ্রাহকের সাধ্যের মধ্যে নিয়ে আসাই এর মূল লক্ষ্য। এই লাইনআপে রয়েছে – ইন্সটাভিউ ডোর-ইন-ডোরসহ আরও দুটি আলাদা মডেলের সাইড বাই সাইড রেফ্রিজারেটর। প্রিমিয়াম ডিজাইন ও স্মার্ট ফিচারের সংমিশ্রণ এই ইনস্টাভিউ ডোর-ইন-ডোর রেফ্রিজারেটরে রয়েছে এলজি’র অনন্য ইন্সটাভিউ প্যানেল, যার মাধ্যমে বারবারর দরজা না খুলেই দু’বার নক করে ফ্রিজের ভেতরের অংশ দেখা যায়, যা ৪১ শতাংশ পর্যন্ত ঠান্ডা বাতাসের অপচয় কমিয়ে খাবার দীর্ঘ সময় সতেজ রাখে।
 
নতুন এই সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর লাইন-আপে থাকা এলজি’র লিনিয়ার কুলিং সিস্টেম ফলমূল ও শাকসবজি সাত দিন পর্যন্ত সতেজ রাখে আর ডোর কুলিং প্রযুক্তি সাধারণের চেয়ে ৩৫ শতাংশ দ্রুত প্রতিটি কোণে সমানভাবে বাতাস প্রবাহিত করে ফ্রিজকে ঠান্ডা করে। এতে বিল্ট-ইন হাইজিন ফ্রেশ প্রযুক্তি ৯৯ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া কমিয়ে সতেজতা ও স্বাদ সংরক্ষণ করে, আর ওয়াইফাই ফিচার থাকায় ডিপ থিনকিউ স্মার্ট অ্যাপের মাধ্যমে খুব সহজেই রিমোট লোকেশন থেকে ফ্রিজটি অপারেট করা যায়।  

অনুষ্ঠানে বাটারফ্লাই গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং, মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট, বিপুল কুমার দাস, ডেপুটি ম্যানেজার রিটেইল ম্যানেজমেন্ট, মো. শরীফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা।  

এছাড়াও এলজি বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর, হান চাংহো, হোম সলিউশনস ও জিটিএম হেড, আশিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার, কাজী ফয়সাল আল আহসান, বিজনেস ম্যানেজার, মনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

একইসঙ্গে নতুন এই রেফ্রিজারটর লাইনের প্রি-বুকিং ক্যাম্পেইনের প্রথম দুইজন কাস্টমারও এতে অংশ নেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।