ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি সংগৃহীত ছবি

রাজবাড়ী: রাজবাড়ীতে পদ্মা নদির পানি বেড়েই চলছে। শনিবারও (২১আগস্ট) রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলেই দিন দিন বাড়ছে রাজবাড়ীর পাশ দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি।

শনিবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজবাড়ী কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।  

সকাল ৬টার দিকে পরিমাপকৃত তথ্য অনুয়ায়ী রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টেই পানি বেড়েছে। এতে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশনের মধ্যে পাংশা সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলা সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর রয়েছে।

এদিকে পানি বিপৎসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়াও নদীতে তীব্র স্রোত থাকায় ভাঙন আতঙ্কে রয়েছে রাজবাড়ীর কয়েকটি গ্রামের শত শত পরিবার।

পাউবো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বাংলানিউজকে বলেন, প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরিঘাটসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হবে। বিশেষ করে কালুখালী উপজেলার কালীকাপুর ইউনিয়নের হরিণবাড়িয়া ও রতনদিয়া, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন, সদরের বরাট, সেলিমপুর, খানগঞ্জ, মিজানপুরের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে।  

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক বাংলানিউজকে বলেন, এখনো কোনো এলাকা প্লাবিত হয়েছে, এমন খবর পাইনি। তবে নদীর তীরবর্তী এলাকায় পানি ওপরে উঠে এসেছে। আমাদের বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া আছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম বাংলানিউজকে বলেন, পদ্মার পানি অব্যাহতভাবে বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।