bangla news

প্রাণীদের মজার ও বিস্ময়কর সব তথ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩-০৯-১৮ ৯:০৫:০৭ এএম

পৃথিবীতে আছে অনেক ধরনের প্রাণী। একেক ধরনের প্রাণীর আচার আচরণ, জীবনযাত্রা একের রকমের। নানা শ্রেণীর এসব প্রাণীকে আমরা অনেকেই চিনি। কিন্তু এদের সম্পর্কে জানি না অনেক মজার তথ্য। আসুন আমরা নিচ থেকে কয়েকটি প্রাণীর মজার কিছু তথ্য জেনে নিই।

পৃথিবীতে আছে অনেক ধরনের প্রাণী। একেক ধরনের প্রাণীর আচার আচরণ, জীবনযাত্রা একের রকমের। নানা শ্রেণীর এসব প্রাণীকে আমরা অনেকেই চিনি। কিন্তু এদের সম্পর্কে জানি না অনেক মজার তথ্য। আসুন আমরা নিচ থেকে কয়েকটি প্রাণীর মজার কিছু তথ্য জেনে নিই।

•    একটি মাদি ইঁদুর বছরে ১৫ হাজারেরও বেশি ইঁদুরের জন্ম দিতে পারে। শুধু তাই নয় এই প্রাণীটি পাঁচ তলা দালানের উপর থেকে নিচে পড়ে গেলেও শরীরে কোনো ব্যথা পায় না।

•    জিরাফ পৃথিবীর একমাত্র প্রাণী যে কোনো শব্দ করতে পারে না। কারণ এদের ভোকাল কড নেই। জিরাফের জিহ্বা ১ ফুট ৮ ইঞ্চি লম্বা হয়। শুধু ঘাড়ই লম্বা হয় ৭ ফুট।

•    উট পানি না খেয়ে বেঁচে থাকতে পারে ৬ মাস পর্যন্ত।

•    টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে।

•    মাছ চোখ খোলা রেখে ঘুমায়।

•    সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। বিড়াল ৭তলা দালানের ছাদ থেকে উল্টে-পাল্টে নিচে পড়ে গেলেও মাটিতে পড়ার আগে ঠিকই সোজা হয়ে পড়ে।

•    কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি।

•    প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ ঘণ্টা) ।

•    একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।

•    কুকুরের চেয়ে বিড়াল টেলিভিশন দেখতে পছন্দ করে বেশি।

•    পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।

•    হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে।

•    গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে ।

•    মানুষের আঙুলের টিপসই তাকে অন্য মানুষ থেকে আলাদা করে। আর কুকুরের বেলায় নাকের ছাপ অন্য    কুকুর থেকে তাকে আলাদা করে।

•    মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম ডলফিন।

•    মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৩
এএ/জিসিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জলবায়ু ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2013-09-18 09:05:07