ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

তিনদিনে ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হবে, কমছে পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জুলাই ১২, ২০২৫
তিনদিনে ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হবে, কমছে পানি পানি কমায় ঘরে ফিরছে বন্যার্ত মানুষ।

ঢাকা: মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। আগামী তিনদিনে আরও কমবে।

ফলে ফেনী জেলার বন্যা পরিস্থিতি এ সময় উন্নতি হবে।

শনিবার (১২ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, সব প্রধান নদ-নদীর পানির সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি।

ফেনী জেলার সিলোনিয়া ও মুহুরী নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে এবং ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি লাভ করতে পারে। এই অববাহিকায় আগামী তিনদিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী চারদিন নদীসমূহের পানির সমতল বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচদিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা উক্ত নদীসমূহের পানির সমতল হ্রাস পেতে পারে এবং পরবর্তী দুদিন বাড়তে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি এবং দ্বিতীয় ও তৃতীয় দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের গোমতী ফেনী, হালদা, মাতামুহুরী ও সাঙ্গু নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী একদিন পর্যন্ত নদীসমূহের পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুদিন বাড়তে পারে। এই অববাহিকায় আগামী তিনদিন মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে ও যমুনা নদীর পানির সমতল বাড়ছে, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পেতে পারে এবং পরবর্তী চারদিন পানির সমতল হ্রাস পেতে পারে ও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।