৩০টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আর এসব পদে নিয়োগ দেওয়া হবে মোট ২১৪ জনকে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু ৮ অক্টোবর।
পদের নাম ও সংখ্যাসহ বিবরণ:
১। সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা
২। তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
৩। উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল)
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
৪। সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
৫। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৬। প্রশিক্ষক (ডেক)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৭। প্রশিক্ষক (ইঞ্জিন)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৮। ডুবুরি
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা
৯। কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
১০। কারিগরি সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
১১। কারিগরি সহকারী (তড়িৎ)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
১২। কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল)
পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
১৩। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
১৪। নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
১৫। স্পিডবোট ড্রাইভার
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
১৬। মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
১৭। শুল্ক আদায়কারী
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
১৮। ড্রাইভার
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
১৯। ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
২০। ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান কাম-পাম্প ড্রাইভার/পাম্প ড্রাইভার-কাম ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
২১। লস্কর
পদসংখ্যা: ২১
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
২২। মার্কম্যান
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
২৩। অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
২৪। শুল্ক প্রহরী
পদসংখ্যা: ২৩
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
২৫। নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ড
পদসংখ্যা: ২৯
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
২৬। স্টোর হেলপার
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
২৭। বাস হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
২৮। নাইট গার্ড
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
২৯। মালি
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৩০। পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১৩
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
আবেদনের বয়স:
১৫/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির ৪ নম্বর কলাম অনুযায়ী হতে হবে। সাধারণত ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে, তবে কিছু পদের জন্য বয়সসীমা ভিন্ন হতে পারে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বিআইডব্লিউটিএর নিয়োগ সংক্রান্ত ওয়েবপোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।
আবেদন ফি:
১-৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫-৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৯-২০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২১-৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হচ্ছে ৮ অক্টোবর সকাল ১০টায়।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা। আবেদন ফি জমা দিতে হবে ইউজার আইডি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে, যা পরে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জানানো হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করতে হবে।
এসআই