ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বইমেলা

মাগুরায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
মাগুরায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু

মাগুরা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে মাগুরা শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মাঠে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।  

জেলা প্রশাসক (ডিসি) আলী অকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজোয়ান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ২৫টি স্টল স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।