ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বইমেলা

মেলায় কাজী এনায়েত উল্লাহর উপন্যাস মধ্যরাতে পায়ের আওয়াজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
মেলায় কাজী এনায়েত উল্লাহর উপন্যাস মধ্যরাতে পায়ের আওয়াজ

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে  ফ্রান্সপ্রবাসী লেখক কাজী এনায়েত উল্লাহর উপন্যাস ‘মধ্যরাতে পায়ের আওয়াজ’।  

লেখক কাজী এনায়েত উল্লাহর বয়ঃসন্ধিকালে বাংলাদেশে সংঘটিত হয় মহান স্বাধীনতাযুদ্ধ।

জীবনের অতি গুরুত্বপূর্ণ ওই সময়ে স্বচক্ষে দেখা যুদ্ধের ভয়াবহতার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন এই উপন্যাসটি।  

মধ্যরাতে পায়ের আওয়াজ নিছক একটি উপন্যাস নয়, এটি একটি দেশের ঐতিহাসিক পট পরিবর্তনের চিত্র উঠে এসেছে। পাশাপাশি শাসিত ও শোষিত জনগোষ্ঠীর মুক্তিলাভের উপাখ্যানও তিনি তুলে এনেছেন এই উপন্যাসে।  

লেখক কাজী এনায়েত উল্লাহর প্রকাশিত বইগুলো হচ্ছে বিশ্ব প্রবাস, ভালোবাসার রূপান্তর, সময়ের প্রেক্ষিতে, নিরুদ্দেশ, লিভিং ওয়ার্ল্ড, প্রত্যাশা প্রভৃতি। এবার বইমেলায় মধ্যরাতে পায়ের আওয়াজ বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ 
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।