ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বইমেলা

বইমেলায় নিরাপত্তা জোরদার

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বইমেলায় নিরাপত্তা জোরদার নিরাপত্তার কাজে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলার রায়কে কেন্দ্র করে বইমেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গনের পুলিশ কন্ট্রোল রুম থেকে বাংলানিউজকে জানানো হয়, বইপ্রেমিরা যাতে নির্বিঘ্নে আনন্দ করতে পারে সেজন্যে মেলা প্রাঙ্গনের নিরাপত্তা অনান্য দিনের তুলনায় জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

পুলিশেরর একাধিক উর্ধ্বতন কর্মকর্তা জানান, অনান্য দিনের তুলনায় বৃহস্পতিবার বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

মেলার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে নিরাপত্তা দেওয়ার জন্যই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছেন। তাই বইপ্রেমিরা কোনো প্রকার সংশয় ছাড়ায় অনান্য দিনের মতো আজও মেলায় আসতে পারবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুপুরে র্যাবের বিশেষ ফোর্সকেও টহল দিতে দেখা গেছে বাংলা একাডেমি এলাকায়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad