ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বইমেলা

মেলায় কর্নেল তাহেরের দুই বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
মেলায় কর্নেল তাহেরের দুই বই মেলায় কর্নেল তাহেরের দুই বই-ছবি-আনোয়ার হোসেন রানা

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় কর্নেল তাহেরের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে ‘যে মুখ প্রেরণা যোগায় যুগে যুগে’ ও ‘ষড়যন্ত্রমূলক মামলা ও তাহের হত্যা হাইকোর্টে অবৈধ ঘোষণা’ নামে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বই দুটির মোড়ক উন্মোচন করেন কামাল লোহানী।

এ সময় কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের, ছোট ভাই ড. আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় কামাল লোহানী বলেন, কর্নেল তাহের আমাদের নতুন পথ দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই পথটাকে রুদ্ধ করে আজ আমরা ভিন্নপথে যাচ্ছি। এটা প্রতিরোধ করতে তাহেরের আদর্শ নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।  

পাঠকদের উদ্দেশে তিনি বলেন, কর্নেল তাহেরের বই দুটি আপনারা কিনলে খুশি হবো। অবশ্য তার আদর্শকে না মানলে বই কিনে কোনো লাভ হবে না।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমএইচকে/আরআর/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।