ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বইমেলা

বইমেলায় দুই বাংলার ভূতের গল্প

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৪, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
বইমেলায় দুই বাংলার ভূতের গল্প

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় সিঁড়ি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে হাসান হাফিজ সম্পাদিত দুই বাংলার ‘ভয়ঙ্কর সব ভূতের গল্প’। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।

সিঁড়ি প্রকাশনীর সহকারী ব্যবস্থাপক সাইয়্যেদুর রহমান শাহীন বাংলানিউজকে বলেন, ‘ভয়ঙ্কর সব ভূতের গল্প’ বইটিতে দুই বাংলার বিখ্যাত সব লেখকের ২৪টি ভূতের গল্প স্থান পেয়েছে।

বইটিতে বাংলাদেশের লেখকদের মধ্যে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়‍ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, শওকত ওসমান, হাসান আজিজুল হক, আলী ইমাম, আহসান হাবীবের লেখা ভূতের গল্প স্থান পেয়েছে।

একইসঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়, সুকুমার রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের মতো খ্যাতনামা লেখকদের লেখা গল্পও রয়েছে বইটিতে।

সাইয়্যেদুর রহমান শাহীন জানান, বইটি পড়লে পাঠক দুই বাংলার খ্যাতনামা লেখকদের লেখা ভূতের গল্প পড়ার অভিজ্ঞতাও লাভ করবেন।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।