ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

মেলায় গোলাম রাব্বানীর কবিতার বই ‘হুদাই’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
মেলায় গোলাম রাব্বানীর কবিতার বই ‘হুদাই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার ১৭ তম দিনে মোড়ক উন্মোচিত হলো গোলাম রাব্বানীর কবিতার বইয়ের দ্বিতীয় খণ্ড ‘হুদাই’।

সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী বইটির মোড়ক উন্মোচন করেন।



তিনি বলেন, গোলাম রাব্বানীর এই বইটি মেলায় আসা প্রতিটি বইয়ের চেয়ে আলাদা। তার লেখা বইটিতে একটি কথা আমার সব চেয়ে বেশি ভালো লেগেছে ‘জীবনটা হুদাই সুন্দর’। আমি বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত।

শূন্য প্রকাশ থেকে বের হওয়া বইটির প্রকাশক শতাব্দী ভব বলেন, লেখকের চিন্তায় সম্পূর্ণ নতুন একটি বিষয় ফুটে উঠেছে। এই বইটিতে কোনো পৃষ্ঠা নম্বর নেই। অনেক ক্ষেত্রেই আমরা যা কিছু করি তা অর্থহীন বা ‘হুদাই’। আমি আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।

গোলাম রাব্বানী বাংলানিউজকে বলেন, এটা আমার দ্বিতীয় বই। এর আগেও ‘হুদাই’ নামে এ বইটির প্রথম খণ্ড বের হয়েছিল। একাধিক নামে বই করায় আমি বিশ্বাসী নই। আগামীতে যে কবিতাগুলো আসবে সেগুলোও ‘হুদাই’ নামেই প্রকাশিত হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো ‍উপস্থিত ছিলেন পরিচালক নুরুল আলম আতিক এবং কামরুজ্জামান কামু।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।