ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৮ কবি ও লেখক 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৮ কবি ও লেখক 

বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ৮ কবি ও লেখক। গত বৃহস্পতিবার সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান, প্রেসিডিয়াম সভাপতি তারেক হাসান ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা জেমী এ পুরস্কার ঘোষণা করেন।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর ও কথাসাহিত্যিক দীলতাজ রহমান পাচ্ছেন বিশেষ সম্মাননা।  

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন গল্পকার ইলিয়াস ফারুকী, প্রাবন্ধিক মামুন রশীদ, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম ও কবি খান মুহাম্মদ রুমেল।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী বছর ২৮ জানুয়ারি জাঁকজমকভাবে করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান। সংগঠনটি গত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি ও লেখকদের পুরস্কৃত করে আসছে। তারা প্রতিবছর সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে থাকেন।

এর আগে যাদের বিভিন্ন শাখায় পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন, কাজী রোজী, ইসহাক খান, ফারুক মাহমুদ, আসলাম সানী, ফারুক নওয়াজ, বিমল কুণ্ডু, নূরুউদ্দিন জাহাঙ্গীর, আলমগীর রেজা চৌধুরী, মোজাম্মেল হক নিয়োগী, এম আর মনজু, আলম তালুকদার, অঞ্জনা সাহা, মাসুদ পথিক, অদ্বৈত মারুত, সাদাত হোসাইন, আহমেদ জুয়েল, সালাহ উদ্দিন মাহমুদ, অতনু তিয়াস, কানিজ পারিজাত, প্রিন্স আশরাফ, মামুন সারওয়ার, জ্যোৎস্নালিপি, কিঙ্কর আহসান, রণক ইকরাম, সাইফ বরকতউল্লাহ্, শাম্মী তুলতুল, ড. শাহাদাৎ হোসেন নীপু, জুলফিয়া ইসলাম ও জাহাঙ্গীর আলম জাহান।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।