ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন ১০ বরেণ্য ব্যক্তিত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন ১০ বরেণ্য ব্যক্তিত্ব

বইমেলা থেকে: বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার পেয়েছেন আবদুল্লাহ আবু সায়ীদ, খালিকুজ্জামান ইলিয়াস, বিশ্বজিৎ ঘোষ ও বেলাল মোহাম্মদসহ ১০ বরেণ্য ব্যক্তিত্ব। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দশজন বিশিষ্ট ব্যক্তিকে সাহিত্য পুরস্কার ঘোষণা করে।

সন্ধ্যা সোয়া ৬টায় গ্রন্থমেলার মূলমঞ্চে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১১’ ঘোষণা করেন।  

কবিতায় বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন যৌথভাব অসীম সাহা ও কামাল চৌধুরী।

প্রবন্ধে ড. আবদুল্লাহ আবু সায়ীদ, গবেষণায় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অনুবাদে অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বেলাল মোহাম্মদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনী ক্যাটাগরিতে ডা. বরেণ চক্রবর্তী, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে ড. আলী আসগর, কথাসাহিত্যে আনিসুল হক এবং শিশুসাহিত্যে আখতার হুসেন।

তবে এবার কাউকে নাটকে পুরস্কার দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।