ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

কবি মাকিদ হায়দারের সঙ্গে কথোপকথন

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১২
কবি মাকিদ হায়দারের সঙ্গে কথোপকথন

বইমেলা থেকে: অমর একুশে বইমেলায় এসে বাংলানিউজের সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন কবি মাকিদ হায়দার। বইমেলার নানা দিক, প্রকাশনা শিল্প, লেখক-প্রকাশক-পাঠক ও বইমেলার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে তিনি তার মতামত তুলে ধরেন।


 
তিনি বলেন ‘বাংলাদেশের প্রকাশনা শিল্পের এক প্রভূত উন্নতি সাধিত হচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রকাশনা শিল্প ক্রমাগত আরো উন্নত হবে। বইমেলা আরো সার্থক ও সুন্দর হবে। ’

তিনি আরো বলেন, ‘প্রকাশনা শিল্পের অগ্রসরতার বিপরীতে একটি অবক্ষয়ও ঘটছে। প্রচুর নিন্মমানের বইও বাজারজাত করা হচ্ছে। নিন্মমানের বইগুলো শুধু পাঠককেই বিভ্রান্ত করে না, সমাজকেও বিভ্রান্ত করে। ফলে নতুন প্রজন্মের জন্য এটি মোটেও সুখকর বিষয় নয়। ’

তিনি বলেন, ‘বাংলা একাডেমী যদি তাদের নিজস্ব অর্থায়নে ভালো এবং সুপ্রতিষ্ঠিত লেখকদের বই প্রকাশ করে তবে তা পাঠক ও লেখক সর্বোপরি সমাজের জন্য মঙ্গলকর হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৫, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।