ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলায় বিজ্ঞানের ফেরিওয়ালা ‘মহাকাশ বার্তা’

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
বইমেলায় বিজ্ঞানের ফেরিওয়ালা ‘মহাকাশ বার্তা’

বইমেলা থেকে: মহাকাশ বার্তা অন্য আট দশটি প্রকাশনীর মতো নয়, এটি একটি পত্রিকার নাম। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ১৯৮৮ সাল থেকে বিজ্ঞান নির্ভর পত্রিকাটি বের করে আসছে।

দুই যুগ ধরে মহাকশ বার্তা পত্রিকার বদৌলতে বাংলাদেশের বিজ্ঞান অনুরাগী কিশোর-তরুণেরা বিজ্ঞান সাধনার খোরাক জোগাড় করছে।

বইমেলায় বাংলানিউজের মুখোমুখি হলেন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশরুল আমিন। তিনি বাংলানিউজকে বলেন, ‘বিজ্ঞানের নানা বিষয় ও দিক নিয়ে আমরা নিয়মিত মহাকাশ বার্তা পত্রিকাটি প্রকাশ করছি। শুধু পত্রিকা প্রকাশে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে বিজ্ঞানে উৎসুক কিশোরদের আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত করে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকি। ’

এর মধ্যে টেলিস্কোপের সাহায্যে চাঁদ, তারা, গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করি। এই সংগঠনের কার্যক্রম স্কুল পর্যায়েও পরিচালনা করা হয়। বছরে তিন থেকে চারবার বিজ্ঞানবিষয়ক কর্মশালার আয়োজন করি। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকেন দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা। ’

স্টল সর্ম্পকে তিনি জানান, বিজ্ঞান নির্ভর বই যেমন, স্টিভেন ওয়াইবার্গের ‘দ্য ফার্স্ট থ্রি মিনিটস’, আব্দুল জব্বারের ‘তারা পরিচিতি, আকাশ পট’।

এছাড়াও অ্যাস্ট্রোনমি সংক্রান্ত অডিও ভিডিও সিডি, পত্রিকা, গাণিতিক ক্যালেন্ডার, গ্রহ-নক্ষত্রের ভিউ কার্ড এবং আইনস্টাইন, নিউটন ও গ্যালিলিওর পোস্টার পাওয়া যাচ্ছে।

এসময় মশরুল আমিন বাংলা একাডেমীর মূল প্রাঙ্গণে স্টল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিগত দুই যুগ ধরে প্রকাশিত মহাকাশ বার্তা এবং অ্যাস্ট্রোনমির বিজ্ঞানবিষয়ক কার্যক্রম চালাচ্ছে। এ ধরনের একটি প্রতিষ্ঠান মেলার মূল প্রাঙ্গণে স্টল না পাওয়াটা হতাশাজনক। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।