ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ভিডিও কনফারেন্সে জয়পুরে হাজির রুশদি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
ভিডিও কনফারেন্সে জয়পুরে হাজির রুশদি!

ঢাকা: বিতর্ক, আলোচনা, সমালোচনার মধ্যেই জয়পুর সাহিত্য উৎসবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির থাকবেন ‘মিডনাইটস চিলড্রেন’-এর লেখক সালমান রুশদি।

২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল তিনটা ৪৫ মিনিটে এই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন এই বিতর্কিত সাহিত্যিক।

তার ভারতে আসাকে কেন্দ্র করে রাজস্থান পুলিশের সতর্কবাণী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রুশদি নিজেই স্বয়ং। টুইটারে সরাসরি রাজস্থান পুলিশকে এক হাত নিয়েছেন রুশদি। সাহিত্য উৎসবে তার না আসার পেছনে মূলত তাদেরই একাংশের ‘হাত’ রয়েছে বলে অভিযোগ তার। কারণ রুশদি মনে করেন, মুম্বাইয়ের অন্ধকার জগতের ভাড়াটে খুনিদের ‘খবর’ প্রচার আসলে রাজস্থান পুলিশেরই মস্তিষ্কপ্রসূত। তিনি যাতে উৎসবে না আসেন, তাই এই ‘ব্যবস্থা’। এই বিষয়ে টুইটারে একটি লিঙ্কও পোস্ট করেছেন তিনি।

তবে রুশদির সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে রাজস্থান সরকার। তাদের মতে, রুশদিকে টুইটারে লিঙ্ক পোস্ট করতে ওই অনুষ্ঠানের আয়োজকরাই মদত দিয়েছেন।

অবশ্য এনডিটিভি সূত্রমতে জানা গেছে, রাজস্থান সরকার রুশদিকে এই ভিডিওকনফারেন্সে যোগদানের অনুমতি নাও দিতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।