ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, ফেব্রুয়ারি ২২, ২০২০
ফেনীতে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা শুরু ফেনীতে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করছেন ফেনী জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

ফেনী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীতে শহীদ মিনার প্রাঙ্গনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

জেলা প্রশাসনের আয়োজনে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার মো. নুরন্নবী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, সহ-সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ।

 

মেলার প্রথমদিনে সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

মোট ৩৩টি স্টলের এ মেলা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০ পর্যন্ত খোলা থাকবে।  

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হবে ফেনীর অমর একুশের এ গ্রন্থমেলা।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।