ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

হাসপাতালে কবি নির্মলেন্দু গুণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, ফেব্রুয়ারি ১৩, ২০২০
হাসপাতালে কবি নির্মলেন্দু গুণ

ঢাকা: জ্বর ও কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় নির্মলেন্দু গুণকে। বর্তমানে তিনি সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন।

 

এ তথ্য নিশ্চিত করে কবির মেয়ে মৃত্তিকা গুণ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরেই বাবার ঠাণ্ডাজনিত সমস্যা রয়েছে। এরই মধ্যে তিনি বইমেলা গিয়েছিলেন, সেখানে ধুলাবালিতে সমস্যা সৃষ্টি হয়। গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, এবং ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছিলেন না। সব দিক বিবেচনা করেই বৃহস্পতিবার তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

‘চিকিৎসকরা বাবাকে পর্যবেক্ষণে রেখেছেন। হালকা নিউমোনিয়াতে ভুগছনে তিনি। কিডনিতেও সমস্যা আছে। তবে আশঙ্কা করার মতো কোনো কিছু নয়। ’

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ডিএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।