ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

‘ঐহিক বাংলাদেশ’র আয়োজনে আলোচনা ও কবিতা আসর 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
‘ঐহিক বাংলাদেশ’র আয়োজনে আলোচনা ও কবিতা আসর  ‘ঐহিক বাংলাদেশ’র আলোচনা অনুষ্ঠান ও কবিতা আসরের আমন্ত্রিত অতিথিরা। ছবি- সংগৃহীত  

সাহিত্য সংগঠন ‘ঐহিক বাংলাদেশ’র আয়োজনে ‘লেডিজ কম্পার্টমেন্ট’ নামে একটি আলোচনা অনুষ্ঠান ও কবিতা আসরের আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শাহবাগের কাঁটাবনে ‘কবিতা ক্যাফে’ রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ আগস্ট) ঐহিক বাংলাদেশ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

 

নারীদের ক্ষেত্রে অহরহ ‘নারী কবি’ সম্বোধন ব্যবহৃত হলেও, পুরুষদের ক্ষেত্রে ‘পুরুষ কবি’ না বলে কেন ‘কবি’ বলে সম্বোধন করা হয়? এটি এক ধরনের লিঙ্গবৈষম্য কিনা? অনুষ্ঠানে লেখক মুম রহমানের সঞ্চালনায় এ বিষয়ে আলোচনা করবেন- কবি ফরিদ কবির, জুয়েল মাজহার, আয়শা ঝর্না, জাহানারা পারভীন, সাকিরা পারভীন, জুনান নাশিত, আফরোজা সোমা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।