ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

রশীদ করীম স্মরণে নাগরিক শোকসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১
রশীদ করীম স্মরণে নাগরিক শোকসভা

সদ্যপ্রয়াত প্রখ্যাত কথাশিল্পী রশীদ করীমের স্মরণে ১ ডিসেম্বর বৃহস্পতিবার এক নাগরিক শোক সভার অয়োজন করেছে বাংলা একাডেমী।

ওইদিন বিকেল ৪ টায় একাডেমীর রবীন্দ্র চত্বরে নাগরিক শোকসভাটি অনুষ্ঠিত হবে।



অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করবেন আনিসুজ্জামান, হাসনাত আবদুল হাই, আবদুশ শাকুর, বেলাল চৌধুরী, মহাদেব সাহা, রুবী রহমান, সেলিনা হোসেন, মফিদুল হক, আবুল হাসনাত, শামসুজ্জামান খান প্রমুখ।

শোকসভায় শোকসংগীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার।

কথাশিল্পী রশীদ করীমের জীবন ও কর্ম নিয়ে বাংলা একাডেমী নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।