ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

রবীন্দ্রনাথের অপ্রকাশিত গান-কবিতার পান্ডুলিপি নিলামে উঠছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১১
রবীন্দ্রনাথের অপ্রকাশিত গান-কবিতার পান্ডুলিপি নিলামে উঠছে

ঢাকা: নিলামে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অপ্রকাশিত পান্ডুলিপির ১২টি কবিতা ও ১২টি গান।

ব্রিটেনের অকশন হাউস সদবি’র নিউইয়র্ক অফিসে আগামী ১৩ ডিসেম্বর এ নিলামের আয়োজন করা হয়েছে।



দেড় লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে এ পান্ডুলিপিটি বিক্রি হবে বলে নিলামকারী প্রতিষ্ঠানটি আশা করছে।

কী আছে এই পান্ডুলিপিতে? সদবি জানায়, রবীন্দ্রনাথ একটি খেড়োখাতায় ১২টি কবিতা ও ১২টি গান লিখেছিলেন।  

১৯২৮ সালে লেখা এ গান ও কবিতাগুলোয় প্রায় সব ক’টিই পরিবর্তিত রূপে পরে অন্য কোথাও প্রকাশিত হয়েছিল। কিন্তু খেড়োখাতায় যেভাবে রয়েছে, সেভাবে কখনই প্রকাশিত হয়নি।

যেমন ‘চিত্রাঙ্গদা’র দু’টি গান, যার মধ্যে একটি ‘মন যে বলে চিনি চিনি’। এই নৃত্যনাট্যটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯২ সালে।

বহু বছর পরে, ১৯৩৬ সালে ‘চিত্রাঙ্গদা’র পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়। নিলামে ওঠা এই পান্ডুলিপিতে যে গান দু’টি রয়েছে, সেগুলো সেই পরিমার্জিত সংস্করণের অংশ। ১৯৩০-এর দশকের মাঝামাঝি তার অত্যন্ত ঘনিষ্ঠ এক পরিবারকে এই খেড়োখাতাটি উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথ।

ওই পরিবারের সদস্যদের হাত ঘুরে ১৯৫০ এর দশক থেকে খেড়োখাতাটি যুক্তরাষ্ট্রে আসে।  

গত বছর সদবি নিলাম হাউস লন্ডনে এশিয়ান আর্ট সেলে‘র ব্যানারে রবীন্দ্রনাথের ১২টি চিত্রাঙ্কন নিলামে তুলে ২৩ লাখ ডলারে বিক্রি করে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।