ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

‘কথক’ নৃত্যের প্রশিক্ষণ দেবে ভারতীয় হাইকমিশন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
‘কথক’ নৃত্যের প্রশিক্ষণ দেবে ভারতীয় হাইকমিশন কথক নৃত্য। ফাইল ফটো

বাংলাদেশে শাস্ত্রীয় নৃত্য ‘কথকের’ প্রশিক্ষণ দেবে ভারতীয় হাইকমিশন। রাজধানীর বারিধারায় হাইকমিশন প্রাঙ্গণে এর ক্লাস অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) হাইকমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ২৮ তারিখ (শুক্রবার) থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রত্যেক শুক্রবার ক্লাস অনুষ্ঠিত হবে।

এর মেয়াদ হবে তিনমাস। নৃত্য প্রশিক্ষণ দেবেন মুনমুন আহমেদ।    

প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণের জন্য হাইকমিশনের ওয়েবসাইটের লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে। এর জন্য আসন সংখ্যাও সীমিত রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad