[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৭ চৈত্র ১৪২৫, ২১ মার্চ ২০১৯
bangla news

আইজিসিসির আয়োজনে বাদ্যযন্ত্র পরিবেশনা বুধবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-২৫ ৬:৩৬:১৮ পিএম
অর্ণব ভট্টাচার্য ও নিলীমেশ চক্রবর্তী

অর্ণব ভট্টাচার্য ও নিলীমেশ চক্রবর্তী

রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে বাদ্যযন্ত্রের পরিবেশনা নিয়ে হাজির হবেন ভারতীয় শিল্পীরা। এতে সরোদ পরিবেশন করবেন অর্ণব ভট্টাচার্য এবং সঙ্গে তলবায় থাকবেন নিলীমেশ চক্রবর্তী। 

অনুষ্ঠানটির আয়োজক ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

ভারতীয় শাস্ত্রীয়সঙ্গীতে প্রথাগত ও আধুনিক উভয় ধারারই সংমিশ্রণ পাওয়া যায় অর্ণব ভট্টাচার্যের পরিবেশনায়। বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি। দেশে-বিদেশের বহু মঞ্চে সরোদ পরিবেশনের খ্যাতি অর্জন করেছেন অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের এই নিয়মিত শিল্পী।

সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া নিলীমেশ চক্রবর্তী বহু গুণী তবলাবাদকের কাছে প্রশিক্ষণ লাভ করেছেন। সর্বভারতীয় সঙ্গীত পরিষদ, ডোভারলেন মিউজিক কম্পিটিশনের মতো প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকারের কৃতিত্ব অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এনএইচটি/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db